Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিপিএল খেকে বিদায় নিলো কুমিল্লা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২০, ১০:২১ AM
আপডেট: ১১ জানুয়ারী ২০২০, ১০:২১ AM

bdmorning Image Preview


গতকাল কুমিল্লা ওয়ারিয়র্সকে ৯২ রানের বড় ব্যবধানে হারিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে জায়গা করে নিয়েছে খুলনা টাইগার্স। মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন দলটি ১১ ম্যাচ খেলে ৭ জয়ে পয়েন্ট টেবিলে ২ নম্বরে থেকে প্লে অফ নিশ্চিত করেছে।

এই ম্যাচে আগে ব্যাট করে মুশফিকুর রহিমের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২১৮ রান সংগ্রহ করে খুলনা। জবাবে ৯ উইকেট হারিয়ে ১২৬ রানে থামে কুমিল্লার ইনিংস।

বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি কুমিল্লার। ওপেনিংয়ে নামা সাব্বির রহমান রানের খাতা খোলার আগেই বোল্ড হয়ে ফেরেন মোহাম্মদ আমিরের বলে। এরপর ১০ রান করা ভ্যান জেল এবং ৮ রান করা ডেভিড মালানকে সাজঘরে ফেরেন খুলনার পেসার শহিদুল ইসলাম।

এই বিপর্যয় থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি কুমিল্লা। শামসুর রহমানের উপর চড়াও হতে গিয়ে উপুল থারাঙ্গা (৩২) ক্যাচ দিয়েছেন সাইফ হাসানের হাতে। এরপর সৌম্য সরকার ১০ রান করে আমিরের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন। 

অবশ্য রিভিউ নিয়েছিলেন সৌম্য। রিপ্লেতে দেখা যায় আমিরের বলে লেগ স্টাম্প স্পর্শ করেছে। ফলে আউট ঘোষণা দেন থার্ড আম্পায়ার। ইয়াসির আলী রাব্বির ২০ রান করে শিকার হয়েছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের।

এরপর আবু হায়দারকেও (৩) নিজের শিকার বানিয়েছেন এই তরুণ স্পিনার। শেষ দিকে দারুণ খেলতে থাকা ফারদিন হাসানকে (২২) ফিরিয়েছেন রবি ফ্রাইলিঙ্ক। ২ রান করা মুজিব উর রহমানকে নিজের তৃতীয় শিকার বানান শহিদুল।

শেষ পর্যন্ত ইরফান হোসেন ১ এবং সুমন খান ৯ রান করে পরাজয়ের ব্যবধান কমান। এই হারের ফলে বিপিএলে প্লে অফে খেলার স্বপ্ন শেষ হলো কুমিল্লার।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ইনিংসের সূচনা ভালো হয়নি খুলনারও। ওপেনার নাজমুল হোসেন শান্ত (১) শুরুতেই বিদায় নেন। তাঁকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন ইফরান হোসেন।

দলীয় ৩৩ রানে ফিরে যান রাইলি রুশোও। এই প্রোটিয়া ব্যাটসম্যান দ্রুত সময়ে ১১ বলে তিনটি ছক্কায় ২৪ রান করে মুজিব উর রহমানের শিকার হয়ে বিদায় নেন।

দ্রুত দুই উইকেট পড়ার পর আস্থার সঙ্গে খেলছেন অধিনায়ক মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। দুজনে মিলে গড়েছেন ১৬৮ রানের জুটি। এটাই এবারের বিপিএলে সর্বোচ্চ রানের জুটি।

৪৫ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় ৭৪ রান করে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে মাঠ ছাড়েন মিরাজ। রান নেয়ার সময় পায়ে চোট পান তিনি। বাকি সময়টা দেখেশুনে পার করেন মুশফিক এবং নাজিবুল্লাহ জাদরান।

৫৭ বলে ১২টি চার ও তিনটি ছক্কায় ৯৮ রানে অপরাজিত থাকেন মুশফিক। চলতি বিপিএলে এটা তাঁর দ্বিতীয় নব্বই ঊর্ধ্ব ইনিংস। তবে আগের ইনিংসের মতো এই ইনিংসেও সেঞ্চুরি মিস করতে হলো তাঁকে। 

Bootstrap Image Preview