Bootstrap Image Preview
ঢাকা, ০২ বুধবার, জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিশ্ব ইজতেমায় এ পর্যন্ত ৭ মুলল্লির মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২০, ১০:২৫ AM
আপডেট: ১১ জানুয়ারী ২০২০, ১০:২৫ AM

bdmorning Image Preview


বিশ্ব ইজতেমার প্রথম পর্বে এখন পর্যন্ত মোট সাতজন মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে ইজতেমায় আরো দুই মুসল্লির মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন- কুমিল্লার দেবীদ্বার থানার বিংলাবাড়ী এলাকার মৃত সোবাহানের ছেলে তমিজ উদ্দীন (৬৫) ও ব্রাহ্মণবাড়িয়ার মো. শাহজাহান (৬৫)। মো. শাহজাহানের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্বে যোগ দেয়া সাতজনের মৃত্যু হয়েছে।

এর আগে শুক্রবার বিকেলে চরঘাট থানার বনকিশোর এলাকর মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুর রাজ্জাক, সকালে নওগাঁর শহিদুল ইসলাম (৫৫), বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের কোটালিপাড়া এলাকার ইয়াকুব শিকদার (৮৫), বৃহস্পতিবার দিবাগত রাতে সিরাজগঞ্জের খোকা মিয়া (৬০) এবং চট্টগ্রামের মোহাম্মদ আলীর (৭০) মারা যান।

Bootstrap Image Preview