Bootstrap Image Preview
ঢাকা, ০২ বুধবার, জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পঞ্চগড়ে রত্নগর্ভা সম্মাননা পেলেন ৪০ মুক্তিযোদ্ধার মা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২০, ১০:৩৮ AM
আপডেট: ১১ জানুয়ারী ২০২০, ১০:৩৮ AM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন উপলক্ষে পঞ্চগড়ের ৪০ মুক্তিযোদ্ধার মাকে রত্নগর্ভা সন্মাননা দিয়েছে পঞ্চগড় জেলা প্রশাসন।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় শেরে বাংলা পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারে জেলার মুক্তিযোদ্ধাদের মায়েদের এ সন্মাননা প্রদান করা হয়।

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে জেলার পাঁচ উপজেলার ৪০ মুক্তিযোদ্ধার মায়ের হাতে ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আলীম খান ওয়ারেশী, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমীরুল ইসলাম ও সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা ওয়ায়েসুল কোরায়সী প্রমুখ উপস্থিত ছিলেন। 

Bootstrap Image Preview