Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রস্তাব পেলে আবারোও বিপিএলে আসবে ওয়াটসন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২০, ১০:৪৫ AM
আপডেট: ১১ জানুয়ারী ২০২০, ১০:৪৫ AM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিবিপিএল) রংপুর রেঞ্জার্সের হয়ে খেলেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার শেন ওয়াটসন। বিপিএলে প্রথমবারের মতো খেলতে এসেছেন তিনি। জানিয়েছেন, প্রস্তাব পেলে আবারোও বিপিএলে আসার ইচ্ছা রয়েছে অজি সাবেক তারকা এই অলরাউন্ডারের।

২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ওয়াটসন। এরপর বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগ খেলে বেড়াচ্ছেন তিনি। আইপিএল, পিএসএল, সিপিএল খেলেছেন তিনি। এবার বিপিএল খেলতে এসেছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।

বিপিএলে এসেই নিজের নেতৃত্বগুণ দেখিয়েছেন তিনি। ওয়াটসন দলের সঙ্গে যোগ দেয়ার আগে চলমান বিপিএলের পয়েন্ট টেবিলের তলানিতে ছিল রংপুর। প্রথম ৫ ম্যাচে মাত্র একটিতে জয় পায় দলটি। ওয়াটসনের নেতৃত্বে পরের সাত ম্যাচের ৪টিতে জয় পায় রংপুর।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঢাকা প্লাটুনকে ১১ রানে হারিয়েছে ওয়াটসনের দল। ম্যাচ শেষ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ওয়াটসন আবারো বিপিএল খেলার কথা জানিয়ে বলেন, 'যদি আমাকে আবারো আসার প্রস্তাব দেয়া হয়, অবশ্যই আসব। বাংলাদেশে আমার অনেক সুখস্মৃতি রয়েছে। আর বাংলাদেশের মানুষ আমাদের সব সময়ই অসাধারণ লাগে। আমাকে বলা হলে আমি আবারো আসব।'

টি-টোয়েন্টি ফরম্যাটে ৩২২টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ৮ হাজার ২৬৫ রান রয়েছে তাঁর নামের পাশে। ৬টি সেঞ্চুরি এবং ৪৯টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। তবে বিপিএলে প্রথমবার খেলতে এসে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন না তিনি। মাত্র একটি হাফ সেঞ্চুরি করেছেন ওয়াটসন।

বল হাতেও দুর্দান্ত ডানহাতি এই পেসার। টি-টোয়েন্টিতে তাঁর উইকেট ২১৬টি। যদিও এবারের বিপিএলে এক ওভারও বোলিং করেননি তিনি। 

Bootstrap Image Preview