Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ২০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২০, ১১:৩৫ AM
আপডেট: ১১ জানুয়ারী ২০২০, ১১:৩৫ AM

bdmorning Image Preview


ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে যাত্রীবাহী ডবলডেকার স্লিপার বাস ও ট্রাকের সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। এতে আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে দাবি উদ্ধার কর্মকর্তাদের।

গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে রাজ্যে কানৌজ জেলার দিল্লি-কানপুর হাইওয়েতে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পরপরই বাস-ট্রাক দুটিতেই আগুন ধরে যায়। ট্রাকটিতে ব্যাপক পরিমাণ দাহ্য পদার্থ ছিল বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় পুলিশের মহাপরিদর্শক মোহিত আগারওয়াল বলেছেন, দুর্ঘটনার সময় বাসটিতে অন্তত ৪৩ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে ২১ জনকে নিরাপদে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, প্রাথমিকভাবে ২০ জনের মৃত্যুর খবর জানালেও এখনো কারও নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। এমনকি ঠিক কতজন দুর্ঘটনায় আক্রান্ত হয়েছেন তারও কোনো সঠিক তথ্য জানানো হচ্ছে না।

Bootstrap Image Preview