ইবাদত-বন্দেগিতে প্রথম পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন শুরু হয়েছে। আজ শনিবার (১১ জানুয়ারি) ফজরের নামাজের পর থেকে ইজতেমার মাওলানাদের বয়ান শুনছেন মুসল্লিরা।
আজকের বয়ানের মূল বিষয়, নিজে ইসলামের পথে চলা এবং অন্যদের ইসলামের পথে চলার দাওয়াত দেয়া।
এর আগে গতকাল শুক্রবার প্রথম দিনে জুমার নামাজের ময়দানে প্রচুর ধর্মপ্রাণ মানুষ একত্রিত হয়েছিল।
এদিকে বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের পদভারে মুখরিত টঙ্গীর তুরাগ তীর। টঙ্গী অভিমুখী বাস, ট্রাক, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন যানবাহনে আজকেও মানুষের ভিড় দেখা গেছে।
আগামীকাল রবিবার আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মানুষের এ ঢল অব্যাহত থাকবে। হেদায়তি বয়ান ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কাল শেষ হবে এবারের প্রথম পর্বের বিশ্ব ইজতেমা।