Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান যেতে আগ্রহী নয় বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২০, ১১:৫৩ AM
আপডেট: ১১ জানুয়ারী ২০২০, ১১:৫৩ AM

bdmorning Image Preview


পাকিস্তান সফর নিয়ে নাটকের যেনো শেষ নেই! কোনোভাবেই দেশটিতে টেস্ট খেলতে রাজি নয় বিসিবি। আবার পাকিস্তান চায়, টি-২০ না খেললেও টেস্ট খেলতেই হবে। এ নিয়ে দুই বোর্ডের ঠেলাঠেলির মধ্যে নতুন খবর সামনে এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাকি নতুন প্রস্তাব দিয়েছে।

গত বুধবার বিসিবি বস নাজমুল হাসান পাপন বলেছিলেন, বৃহস্পতিবারের মধ্যে পাকিস্তান সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। কিন্তু বোর্ড সভায় কোনো কিছুই চূড়ান্ত হয়নি। অন্তত বিসিবি থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তই আসেনি।

আর তাই ধারণা করা হচ্ছে, আগামী ১২ জানুয়ারি বোর্ড সভায় পাকিস্তান সফরের ভাগ্য নির্ধারিত হবে।

এদিকে বিসিবির একটি সূত্র জানিয়েছে, পাকিস্তানের বেশি দিন না থাকার ব্যাপারে এখনো অটল বোর্ড। তবে দেশটিকে একাধিক বিকল্প প্রস্তাব দিয়েছে বিসিবি। তার মধ্যে একটি হল- পাকিস্তানে একটি টি-২০ এবং একটি টেস্ট ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। এমনটা হলে সেখানে বেশিদিন থাকতে হবে না। সপ্তাহ খানেকের মধ্যেই সফর শেষ হয়ে যাবে।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান যেতে আগ্রহী নয় বাংলাদেশ? দুই টেস্ট খেলা মানে অন্তত ১৫ দিন পাকিস্তান থাকা। কোচিং স্টাফ, ক্রিকেটার কেউই পাকিস্তানে দুই সপ্তাহের বেশি থাকতে রাজি না।

ওদিকে পিসিবি এখনো অনড় দুই টেস্টের প্রস্তাবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভাবটা এমন, বাংলাদেশকে পাকিস্তান আসতে হলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতেই আসতে হবে। শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হয় সেটাই এখন দেখার বিষয়।
 

Bootstrap Image Preview