Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশের ভবিষ্যৎ তাসকিন নাঈমের হাতেই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২০, ১২:২৮ PM
আপডেট: ১১ জানুয়ারী ২০২০, ১২:২৮ PM

bdmorning Image Preview


ঢাকা প্লাটুনের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ জয় দিয়ে রাঙিয়ে রেখেছে রংপুর রেঞ্জার্স। এই ম্যাচ দিয়েই বঙ্গবন্ধু বিপিএল পর্ব শেষ হলো রংপুর তথা অধিনায়ক শেন ওয়াটসনের। 

বিদায় বেলায় রংপুর দলপতি বাংলাদেশের দুই ক্রিকেটার তাসকিন আহমেদ এবং মোহাম্মদ নাঈম শেখের ভূয়সী প্রশংসা করেন।

বঙ্গবন্ধু বিপিএলে বল হাতে দারুণ পারফর্ম করেছেন পেসার তাসকিন। ৮ ম্যাচে ৯.১৫ ইকোনমি রেট এবং ২১.৬৩ গড়ে ১১ উইকেট শিকার করেন তিনি। 

অপরদিকে তরুণ ওপেনার নাঈমও নিজের সামর্থ্যের জানান দিয়েছেন টুর্নামেন্টে। ১২ ম্যাচে ৩২.৬৩ গড়ে ৩৫৯ রান সংগ্রহ করেন তিনি। যেখানে ২টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর।  

 এই দুই তরুণ ক্রিকেটারকে বাংলাদেশের ভবিষ্যত তারকা হিসেবে দেখছেন রংপুর দলপতি ওয়াটসন। ঢাকার বিপক্ষে ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এমনটাই উল্লেখ করেন তিনি।

ওয়াটসন বলেন, 'বাংলাদেশে কিছু তরুণ প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। তাসকিন আছে, নাঈম শেখ আছে যারা বাংলাদেশের ক্রিকেটকে উপরে নিয়ে যেতে পারবে।' 

১২ ম্যাচে ৫ জয় পাওয়ায় ১০ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে রংপুর রেঞ্জার্সকে। আর ১১ ম্যাচে ৭ জয় পাওয়া থাকা ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে রয়েছে। 

Bootstrap Image Preview