Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় গিবসন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২০, ১২:৪৯ PM
আপডেট: ১১ জানুয়ারী ২০২০, ১২:৪৯ PM

bdmorning Image Preview


বাংলাদেশের বোলিং কোচের জায়গাটা আপতত ফাঁকা পড়ে আছে। দক্ষিণ আফ্রিকার বোলিং কোচ হওয়ার প্রস্তাব পেয়ে বাংলাদেশের দায়িত্ব ছেড়েছেন চার্ল ল্যাঙ্গেভেল্ট। বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ হওয়ার দৌড়ে আছেন ওটিস গিবসন।

তিনি চলতি বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ওয়ারিয়র্সের বোলিং কোচের দায়িত্ব পালন করছেন। তাঁর সঙ্গে বিসিবির প্রাথমিক কথা বার্তাও হয়েছে। এখন শুধু বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তিনি।

খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ খেলে কুমিল্লার এই কোচ বলেন, 'এই মুহূর্তে আমার কোনো পরিকল্পনা নেই। আমি বিসিবির বার্তার অপেক্ষায় আছি আমি তাদের সঙ্গে যোগ দেব নাকি দেব না এটা জানার জন্য। আমি নিজেকে উপলভ্য রেখেছি, তারা যদি যোগ দিতে বলে এজন্য। আমি অপেক্ষায় আছি কাল মিটিংয়ের পর তারা কি বলে সেটা জানার জন্য।'

১২ জানুয়ারি বিসিবির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। এই সভায় তাঁর নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে বলে মনে করেন গিবসন। এ প্রসঙ্গে তিনি বলেন, 'তাদের সঙ্গে প্রাথমিক আলাপের পর আর কিছু শুনিনি। কাল এখানে বড় একটি মিটিং হওয়ার কথা রয়েছে এবং এর পরই কিছু শুনতে পারবো।'

ওটিস গিবসনের অধীনেই ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া লম্বা সময় ইংল্যান্ড জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন এই ক্যারিবিয়ান। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্বে ছিলেন গিবসন। 

Bootstrap Image Preview