Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বেশি নম্বরের কথা বলে ছাত্রদের দিয়ে টয়লেট পরিষ্কার করালো প্রাথমিক শিক্ষিকা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২০, ০৬:২৩ PM
আপডেট: ১১ জানুয়ারী ২০২০, ০৬:২৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পরীক্ষায় বেশি নম্বর পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের দিয়ে স্কুলের টয়লেট পরিষ্কার করানোর অভিযোগ উঠেছে এক প্রাথমিক শিক্ষিকার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর দক্ষিণ আরাজী শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

ওই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী খুশি জানায়, ‘ম্যাম আমাদের বলেছেন, শৌচাগার পরিষ্কার করে দিলে পরীক্ষায় পাস করিয়ে দেবেন কিন্তু তিনি আমাকে ফেল করিয়ে দিয়েছেন।’

খুশি কেঁদে কেঁদে আরও বলে, ‘আমাকে পাস করিয়ে না দিলে আর স্কুলে আসব না।’

একই অভিযোগ রাব্বী ইসলাম ও স্বাধীন বেসরা নামে আরও দুই শিক্ষার্থীর। পঞ্চম শ্রেণির প্রাক্তন শিক্ষার্থী রুপালি মুরমুও একই অভিযোগ করে।

শিক্ষার্থীদের অভিযোগ, ম্যামরা খাওয়ার থালা-বাসনও তাদের দিয়ে পরিষ্কার করান।

খুশির বাবা খলিল প্রতিবাদ জানিয়ে বলেন, শিশুদের দিয়ে টয়লেট পরিষ্কার করানো অমানবিক ও দুঃখজনক।

অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন নাহার বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে শিশুদের টয়লেট পরিষ্কার করানো শেখানো হচ্ছে।’

Bootstrap Image Preview