Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শেখ হাসিনার দূরদর্শিতায় রাতকানা রোগ নেই বললেই চলে: স্বাস্থ্যমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২০, ০৮:০০ PM
আপডেট: ১১ জানুয়ারী ২০২০, ০৮:০০ PM

bdmorning Image Preview


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকারের যথাসময়ে সঠিক কর্মপরিকল্পনা গ্রহণ করার ফলেই দেশে পোলিও নির্মূলসহ রাতকানা রোগ এখন এক ভাগেরও নিচে নেমে এসেছে।

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর শিশু হাসপাতালে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে টীকাদান কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় আজ দেশে রাতকানা রোগ আর নেই বললেই চলে। এই সাফল্য আমাদের ধরে রাখতে হবে এবং টিকাদান কর্মসূচিকে সফল করতে হবে।

জাহিদ মালেক আরও বলেন, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সার্থক হবে যদি দেশের প্রতিটি মা ভিটামিন ‘এ’এর বিষয়ে সচেতন হন। আর যদি মায়েরা তাদের সন্তান নিয়ে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াতে নিয়ে আসেন।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী শিশুদের মুখে লাল ও নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

শনিবার থেকেই ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী প্রায় ২ কোটি ১০ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে।

এই কর্মসূচি বাস্তবায়ন করতে দেশব্যাপী ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রসহ অতিরিক্ত আরো ২০ হাজার অস্থায়ী ও ভ্রাম্যমান কেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Bootstrap Image Preview