ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার (১১ জানুয়ারি) দুই দিনের সফরে কলকাতায় আসছেন। সন্ধ্যায় বেলুড় মঠে তার কর্মসূচি ছিল।
শনিবার মঠেই রাত কাটাবেন তিনি। পরেরদিন রবিবার স্বামী বিবেকানন্দের জন্মদিনে সকালে সেখানে ধ্যানে বসবেন ভারতীয় প্রধানমন্ত্রী।
সূত্র জানিয়েছে, বেলুড় মঠের আন্তর্জাতিক অতিথিশালায় রাত কাটাবেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যেই ওই অতিথিশালা ফাঁকা করার কাজ শুরু করেছে মঠ কর্তৃপক্ষ। মঠের সন্ন্যাসীদের সঙ্গেই রবিবার ভোরবেলা প্রধানমন্ত্রী ধ্যানে বসবেন।
দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই মোদির প্রথম মমতার দুর্গ নামে পরিচিত পশ্চিবঙ্গ সফর। সিপিএম, কংগ্রেসসহ একাধিক সংগঠন মোদির বিরুদ্ধে বিক্ষোভের কর্মসূচি নিয়েছে শহরের বিভিন্ন প্রান্তে। সেই বিক্ষোভর ছায়া যাতে প্রধানমন্ত্রীর গায়ে না লাগে সে কারণে বিমানবন্দর থেকে বিবাদীবাগ পর্যন্ত সড়কপথ বাতিল করা হয়েছে। হেলিকপ্টারে রেসকোর্স আসবেন তিনি। এরপর ওল্ড কারেন্সি বিল্ডিংয়ে একটি প্রদর্শনী উদ্বোধন করবেন বিজেপি নেতা নরেন্দ্র মোদি।
অনুষ্ঠান শেষ করে মিলেনিয়াম পার্কে যাবেন ভারতীয় প্রধানমন্ত্রী। সেখানে হাওড়া ব্রিজের লাইট অ্যান্ড সাউন্ড উদ্বোধন করবেন তিনি। তারপর পানিপথে বেলুড় যাবেন তিনি। রবিবার বেলুড় মঠ থেকেই নেতাজি ইনডোরে কলকাতা পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে যোগ দেবেন নরেন্দ্র মোদি।
তবে স্বামীজির জন্মদিন উপলক্ষে সকাল থেকেই বেলুড় মঠে ভক্তদের সমাগম হয়। প্রধানমন্ত্রী থাকাকালীন তা কতোটা নিয়ন্ত্রণ করা হবে শনিবার দুপুর পর্যন্ত তা স্পষ্ট নয়।