Bootstrap Image Preview
ঢাকা, ০১ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রংপুরে আগুন পোহাতে গিয়ে ১৭ দিনে ৯ জনের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২০, ১০:৫৪ PM
আপডেট: ১১ জানুয়ারী ২০২০, ১০:৫৪ PM

bdmorning Image Preview


রংপুরে তীব্র শীতের কবল থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে জামপেয়ারা বেগম (৫৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত রোববার (৫ জানুয়ারি) আগুনে দগ্ধ হয়ে রংপুরের মিঠাপুকুর উপজেলার ১নং ঘোড়াগাছ ইউনিয়নের রোকনিগঞ্জ কুঠিরপাড়া এলাকার জামপেয়ারা বেগম রংপুর মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি হন। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যাওয়ায় পরের দিন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

দগ্ধ জামপেয়ারা বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ৬ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার মারা যান।মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নিহত জামপেয়ারা বেগমের ছেলে আলমগীর হোসেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট সূত্রে জানা যায়, গত ১৭ দিনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আগুনে দগ্ধ হয়ে ৩২ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে রমেকের বার্ন ইউনিটে মারা গেছেন দুই শিশুসহ ৯ জন।

Bootstrap Image Preview