Bootstrap Image Preview
ঢাকা, ০১ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আরও কয়েকদিন অব্যহত থাকবে শীত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২০, ১১:২৪ AM
আপডেট: ১২ জানুয়ারী ২০২০, ১১:২৪ AM

bdmorning Image Preview


রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঠান্ডা বেড়ে গেছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে তীব্র ঠান্ডার সঙ্গে বয়ে চলেছে ঠান্ডা বাতাসও। এর সঙ্গে কুয়াশা বিরাজ করায় সূর্যের দেখাও পাওয়া কঠিন হয়ে পড়েছে। আগামী কয়েকদিন এ অবস্থা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রবিবার (১২ জানুয়ারি) সকাল সাতটা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ ঘণ্টা বেগে বাতাস প্রবাহিত হতে পরে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আগামী দুই-তিন দিন পর আবহাওয়ার অবস্থা কিছুটা উন্নতি হতে পারে বলে জানা গেছে। তবে শীতের তীব্রতা দুই-তিন দিন একই রকম থাকবে। এ অবস্থায় দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

রবিবার (১২ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামের রাজারহাটে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Bootstrap Image Preview