Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জেলে যাচ্ছেন ইতালিয়ান মিকোলি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২০, ০১:৪৯ PM
আপডেট: ১২ জানুয়ারী ২০২০, ০১:৪৯ PM

bdmorning Image Preview


মাফিয়াদের সঙ্গে সম্পর্ক রাখার দায়ে ইতালিয়ান সিরি আ'র অন্যতম সেরা স্ট্রাইকার ফাব্রিজিও মিকোলির সাড়ে তিন বছরের জেল হয়েছে। ফুটবল ক্যারিয়ার শেষ হওয়ার পর মাফিয়া চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন মিকোলি।
 

য়্যুভেন্তাসের হয়ে জিয়ানলুইজি বুফন, দেল পিয়েরোদের সঙ্গে খেলেছেন। সে সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার মনে করা হতো মিকোলিকে। মাফিয়া চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ইতালির আদালত দুই বছর ধরে চলতে থাকা মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন।

সাড়ে তিন বছরের সাজা কমানোর জন্য আপিল করতে পারবেন সাবেক এ ফুটবলার। য়্যুভেন্তাসে খেলার সময় আলোচনায় আসলেও পরে বেনফিকা, ফিওরেন্তিনা ও পালের্মোর হয়ে পারফর্ম করেন ফাব্রিজিও মিকোলি।

Bootstrap Image Preview