Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২০, ০৫:১৬ PM
আপডেট: ১২ জানুয়ারী ২০২০, ০৫:১৬ PM

bdmorning Image Preview


নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও বছর ব্যাপি মুজিব বর্ষ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ শোভাযাত্রা র‍্যালি অনুষ্ঠিত হয়।

শনিবার (১১ই) জানুয়ারী সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু উদ্যানে দিন ব্যাপি আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ জাতির পিতা বঙ্গবন্ধুর বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা উদ্বোধনী বক্তব্যতে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু দীর্ঘ লড়াই-সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের একটি লাল সবুজের মানচিত্রের দেশ উপহার দিয়ে যাবার কারনেই আজ আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে কথা বলতে পারি।

এছাড়া বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা এদেশের অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছে যার কারনেই বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পা দিয়ে আরো উন্নত দেশের পথে এগিয়ে চলছে। সে কারনেই আমাদের আগামী প্রজন্মের মাঝে এদেশের মুক্তিযুদ্ধের কথা তুলে ধরা হলে এদেশ একটি অসাম্প্রদায়ীক দেশ হিসাবে গড়ে উঠবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, মহিলা ভাইস-চেয়ারম্যান আঞ্জুমান আরা পারভীন, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ কামাল পারভেজ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াছিন, উপজেলা প্রকৌশলী শেখ মাহফুজুল হোসাইন, অফিসার ইনচার্জ(ওসি) আরিফুর রহমান,উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত ,বাংলাদেশ শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ শাখা সভাপতি সুলতান আহমেদ চৌধুরী বাবুল,নারী নেত্রী ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নাজমা শিপা,মানবাধিকার ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ফরিদা ইয়াসমিন মুক্তা,উপজেলা ছাত্রলীগ সভাপতি নিজাম উদ্দিন মুন্না প্রমুখ।

Bootstrap Image Preview