'ব্যারিস্টার মওদুদরা আইনমন্ত্রী ছিলেন কিন্তু তারা বিবেক দ্বারা পরিচালিত হননি'
বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালীন তিলে তিলে মুক্তিযুদ্ধের চেতনাকে "ধ্বংস করেছে" বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) টাঙ্গাইলে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
ড. আব্দুর রাজাক বলেন, "বিএনপি-জামায়াত ও স্বাধীনতাবিরোধী শক্তি ক্ষমতায় এসে তিলে তিলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে। বিএনপি বঙ্গবন্ধুর হত্যাকারী ও যুদ্ধাপরাধীদের কোনো বিচার করেনি। ব্যারিস্টার মওদুদরা আইনমন্ত্রী ছিলেন কিন্তু তারা বিবেক দ্বারা পরিচালিত হননি। তারা শয়তান। তাদের ব্যাপারে সবাইকে সাবধান থাকতে হবে।"
এসময় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে নিয়েও কথা বলেন তিনি। কৃষিমন্ত্রী বলেন, "দেশের প্রধান বিচারপতি ছিলেন এস কে সিনহা। তিনি দেশকে অস্থিতিশীল করার জন্য, দেশকে অন্যদের হাতে তুলে দেয়ার জন্য স্বাধীনতাবিরোধী শক্তির সাথে আঁতাত করেছিলেন।"
মন্ত্রী আরও বলেন, "সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মতো খুনিকে ফাঁসি থেকে মুক্ত করার জন্য তিনি (সিনহা) গোপনে মিটিং করেছিলেন। এটি জঘন্যতম অপরাধ। সিনহার ষড়যন্ত্র সফল হলে বাংলাদেশে আবার পাকিস্তানের ধারা পরিচালিত হতো। শেখ হাসিনা দৃঢ়তা ও সাহসের সাথে সেটি মোকাবিলা করেছেন। এটা নাহলে দেশের রাজনীতিতে একটা বিপর্যয় নেমে আসতো।
ড. আব্দুর রাজ্জাক আরও বলেন, "বাংলাদেশ আজ আর তলাবিহীন জুড়ি নয়। বিভিন্ন দেশের প্রধানরা আজ বাংলাদেশকে সম্মানের চোখে দেখে। বিএনপি'র আমলে দেশ মঙ্গাপীড়িত ছিল। সেই দুর্দশার অবস্থা থেকে শেখ হাসিনা আজ বিশ্বে উন্নত দেশ হিসেবে পরিচিত করেছেন।"
জেলা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট মো. নুরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য অ্যাডভোকেট মোখলেছুর রহমান বাদল, টাঙ্গাইল জজ কোর্টের পিপি এস আকবর খান প্রমুখ।