Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঘটা করে অবসর নিতে চান না মাশরাফি, শুনে যা বললেন পাপন 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২০, ১১:২৬ PM
আপডেট: ১২ জানুয়ারী ২০২০, ১১:২৬ PM

bdmorning Image Preview


জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন টাইগার দলের ওয়ানডে ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা। কিন্তু খেলা এখনো চালিয়ে যেতে চান। কবে অবসর নিবেন সেই বিষয়ে এখনো সিন্ধান্ত নেননি ম্যাশ।আর যদি অবসর নেনও তবে ঘটা করে নয়,সাদা মাটা ভাবেই মাঠ থেকে বিদায় নিতে চান মাশরাফি।

কিন্তু মাশরাফির অবসর বড়সড় করে দিতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ড( বিসিবি)।এই প্রসঙ্গে পাপন বলেন, `আপনারা তো জানেন ওকে প্রস্তাব দেয়া হয়েছিলো। বিশ্বকাপের পর  জিম্বাবুয়ের সঙ্গে একটা ওয়ানডে খেলে শেষ করার কথা ছিলো ওর। জিম্বাবুয়ের সঙ্গে কথাও বলেছিলাম আমরা। তখনই লন্ডনে ওর সঙ্গে আমার কথা হয়েছিলো। পরে তো সে রাজি হয়নি। বলেছিল এই বিপিএল পর্যন্ত দেখতে চায়। এরপর সিদ্ধান্ত নেবে।'

`এখন যেটা জেনেছি পত্র-পত্রিকার মাধ্যমে যে, ওর ঘটা করে ওর অবসর নেয়ার ইচ্ছাই নেই। মনে হচ্ছে আরকি। পত্র-পত্রিকা দেখে। আমরা তো চাবোই তাকে খুব ভালোভাবে বিদায় জানাতে। যেটা বাংলাদেশে ওর মতো আর কেউ পেয়েছে বা পাবে মনে হয় না। এটা আমাদের ইচ্ছা। ও যদি চায় ভালো কথা। না চাইলে কি করার।'

এর আগে নিজের অবসর প্রসঙ্গে মাশরাফি জানিয়ে ছিলেন,'অবসরের কথা যেটা বললেন, আমার জায়গা থেকে বলতে পারি সবাই এরই মধ্যে আমাকে অবসরে পাঠিয়ে দিয়েছে! আমি হয়তো শুধু খেলেই যাচ্ছি। আমি খেলাটা উপভোগ করছি।' 
 

Bootstrap Image Preview