Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অনান্য টুর্নামেন্ট এর জন্য চার শহরকে বেছে নিচ্ছে বিসিবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২০, ১১:১৫ AM
আপডেট: ১৩ জানুয়ারী ২০২০, ১১:৪৮ AM

bdmorning Image Preview


মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের উপর থেকে চাপ কমাতে সিলেট, ময়মনসিংহ, বরিশাল এবং কেরানীগঞ্জকে বেছে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

মিরপুর থেকে সরিয়ে এই চারটি শহরে ঘরোয়া বিভিন্ন লিগ, স্কুল ক্রিকেট এবং বয়স ভিত্তিক দলের খেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সেই পরিকল্পনা অনুযায়ী সেখানের মাঠগুলোর সুযোগ সুবিধা বৃদ্ধি করছে তারা। রবিবার (১২ জানুয়ারি) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা জানিয়েছেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেছেন, 'সিলেট স্টেডিয়ামটাকে আমরা বিরাট একটা সুযোগ করতে পেরেছি। আরও কিছুকাজ চলছে, প্রায় শেষ হওয়ার পথে। আমরা দেখেছঁর এখানে প্রথম শ্রেণির টুর্নামেন্টসহ অনেক কিছু খেলাতে পারবো।'

বরিশালের একটি মাঠ এবং মংমনসিংহের দুটি মাঠ নিয়ে কাজ করছে বিসিবি। এর মধ্যে মাইম্যানসিং এগিকালচার ইউনিভার্সিটির সঙ্গে দুটি মাঠ নিয়ে বিসিবির চুক্তি হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।

নাজমুল হাসান বলেন, 'বরিশালে আমরা সম্প্রতি একটা টুর্নামেন্ট করেছি। ওই মাঠটাকে আরও কিভাবে ভালো উন্নয়ন করা যায় সেটা ঠিক করছি। আমরা মাইম্যানসিং এগ্রিকালচার ইউনিভার্সিটির সাথে একটি চুক্তি সাক্ষর করেছি। ওদের এখানে ৮টি মাঠ আছে এর মধ্যে দুটো মাঠ আমরা নিয়ে নিচ্ছি।'

এ ছাড়া কেরানীগঞ্জের একটি মাঠ নিয়ে বিসিবির পরিকল্পনা আছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।

Bootstrap Image Preview