Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ট্রেনের কেবিনে অজ্ঞাত ব্যক্তির লাশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২০, ১১:৫৪ AM
আপডেট: ১৩ জানুয়ারী ২০২০, ১১:৫৪ AM

bdmorning Image Preview


ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর নীলসাগর ট্রেনের একটি কেবিন থেকে এক ব্যক্তির (৪৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহটির কোনো পরিচয় জানা যায়নি, তাঁর মৃত্যুর কারণও জানাতে পারেনি পুলিশ।

গতকাল রবিবার (১২ জানুয়ারি) ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে চিলাহাটির উদ্দেশে যাত্রা করে। রাত ২টার দিকে ট্রেনটি সৈয়দপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে কেবিনে একজনের মরদেহ দেখে সৈয়দপুর জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

সৈয়দপুর জিআরপি থানার উপ-পুলিশ পরিদর্শক মমিন জানান, প্রাথমিকভাবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। তারা আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে মরদেহটি সৈয়দপুর রেলওয়ে থানায় রাখা রয়েছে।

Bootstrap Image Preview