Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অবসকিওর ব্যান্ডের প্রিন্স আর নেই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২০, ১২:২১ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০২০, ১২:২১ PM

bdmorning Image Preview


না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল ‘অবসকিওর’ এর গিটারিস্ট ক্রিস্টোফার গোমেজ প্রিন্স। রবিবার (১২ জানুয়ারি) সকাল ১১টার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে প্রিন্সের বয়স হয়েছিলো ৪৫ বছর।

প্রিন্সের মৃত্যুর খবর নিশ্চিত করে ব্যান্ডদলটির ভোকাল সাঈদ হাসান টিপু বলেন, ‘রবিবার সকালে সে অফিসে গিয়েছিল। যেখানে অসুস্থ বোধ করলে বাইকে করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে যাওয়ার পথে তার মৃত্যু হয়।‘

অবসকিওর বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের ইতিহাসের অন্যতম একটি ব্যান্ড। আশির দশকে সাইদ হাসান টিপু এই ব্যান্ডটি প্রতিষ্ঠার উদ্যোগ নেন। ১৯৮৫ সালের ১৫ মার্চ খুলনায় অবসকিউর প্রতিষ্ঠা করেন টিপু। নব্বই দশকের মাঝ থেকেই অবসকিওরের সঙ্গীত আয়োজন হারিয়ে যায়। ২০০৭ সালে আবারও গানের মঞ্চে আসে অবসকিউর।

Bootstrap Image Preview