Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফিরলেন রোহিত-বুমরাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২০, ০১:০১ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০২০, ০১:০১ PM

bdmorning Image Preview


নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। 

এই সিরিজ দিয়ে আবারও দলে ফিরেছেন অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মা এবং পেসার মোহাম্মদ শামি। শ্রীলঙ্কার বিপক্ষে সম্প্রতি শেষ হওয়া হোম সিরিজে বিশ্রামে ছিলেন রোহিত ও শামি। এবার আবারো মাঠে নামার অপেক্ষায় আছেন ভারতের এই দুই তারকা ক্রিকেটার

এদিকে পিঠের ইনজুরির কারণে এই সিরিজেও যথারীতি অনুপস্থিত থাকবেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। গত বছরের অক্টোবরে পিঠে অস্ত্রোপচার সম্পন্ন হয় পান্ডিয়ার। এরপর থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তিনি। 

চলতি মাসে পাঁচটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে ভারত। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি অকল্যান্ডে।

এরপর দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৬, ২৯ ও ৩১ জানুয়ারিতে। আগামী মাসের ২ তারিখ সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। 

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডঃ 

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, স্রেয়াশ আইয়ার, মনিষ পান্ডে, ঋশভ পান্ত, শিভাম ডুবে, কুলদ্বীপ যাদব, যুবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, নবদ্বীপ সাইনি, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর। 

Bootstrap Image Preview