Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এলিমিনেটর ম্যাচে দুই-দলের একাদশেই পরিবর্তন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২০, ০১:২৯ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০২০, ০১:২৯ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং ঢাকা প্লাটুন। আজ (১৩ জানুয়ারি) শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১.৩০ টায় শুরু হবে ম্যাচটি। 

ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে টস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রামের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। চট্টগ্রাম একাদশে দুটি পরিবর্তন হয়েছে। ঢাকা একাদশে পরিবর্তন হয়েছে একটি।

এলিমিনেটরে হারলে বিপিএল যাত্রা শেষ হবে চট্টগ্রাম বা ঢাকা- যেকোনো এক দলের। অপরদিকে এলিমিনেটরে যে দল জিতবে তাঁরা প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের সাথে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে।

এমন সমীকরণ সামনে রেখে মাশরাফি বিন মুর্তজার দলের মুখোমুখি হচ্ছে মাহমুদউল্লাহরা। গ্রুপ পর্বে চট্টগ্রামের বিপক্ষে দুটি ম্যাচেই হেরে যায় ঢাকা। মানসিকভাবে তাই এগিয়ে থাকবে চট্টগ্রাম।

খুলনার বিপক্ষে গত ম্যাচে ফিল্ডিংয়ের সময় হাতে চোট পান মাশরাফি। বাম হাতের আঙুলে ১৪টি সেলাই পড়েছে তাঁর। 

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশঃ ক্রিস গেইল, আসিলা গুনারত্নে, ইমরুল কায়েস, চ্যাডউইক ওয়ালটন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদী হাসান রানা, রায়াদ এমরিট, রুবেল হোসেন, নাসুম আহমেদ ও জিয়াউর রহমান।

ঢাকা প্লাটুন একাদশঃ তামিম ইকবাল, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), মেহেদি হাসান, জাকের আলী, মুমিনুল হক, আসিফ আলী, থিসারা পেরেরা, সাদাব খান, লুইস রিস, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও হাসান মাহমুদ।

Bootstrap Image Preview