Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘ডাইভ’ দিতে না পারার আক্ষেপ পোড়াচ্ছে ধোনিকে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২০, ০৩:০৫ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০২০, ০৩:০৫ PM

bdmorning Image Preview


২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ভারতের আশার প্রতীক হয়ে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। হতাশাজনক ভাবে রানআউট হয়ে দলের বিশ্বকাপ স্বপ্নটা ভেঙেছিলেন ধোনি নিজেই। সেই আক্ষেপ নিয়ে সাবেক অধিনায়ক বলছেন, সেদিন ডাইভ দিলে হয়তো রানআউট হতেন না।

ইংল্যান্ডে বসা ওয়ানডে বিশ্বকাপের সেমিতে শেষ দুই ওভারে ৩১ রান প্রয়োজন ছিল ভারতের। ধোনি উইকেটে থাকায় ম্যাচটা হেলে ছিল ভারতের দিকেই। লোকি ফার্গুসনের ৪৯তম ওভারের প্রথম বলে ছক্কা হাঁকান ধোনি। পরের বলে রান নিতে না পারায় খানিকটা চাপ তৈরি হয়েছিল। তৃতীয় বলে ২ রান নেয়ার জন্য দৌড় দিতেই মার্টিন গাপটিলের থ্রোতে রানআউট হয়ে ফেরেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

সেই রানআউট যে মন পুড়েছে সেটা মাঠ ছাড়ার সময়ই দেখিয়েছিলেন ধোনি। কাঁদতে কাঁদতে সেদিন সাজঘরে ফিরেছিলেন। সেমির ওরকম মুহূর্তের কথা উঠতেই ইন্ডিয়া টুডেকে ভারতের সাবেক অধিনায়ক বলেছেন, হয়তো ডাইভ দিলে রানআউট নাও হতে পারতেন। কেবল দুই ইঞ্চি দূরত্ব মেটাতে না পারার আক্ষেপে পুড়তে হতো না তাকে।

‘আমার প্রথম ম্যাচে রানআউট হয়েছিলাম, সেমিফাইনালের ম্যাচটাতেও হলাম। এখনো নিজেকে বলি কেনো সেদিন ডাইভ দেইনি। মাত্র ওই দুই ইঞ্চির জন্য নিজেকে বলি সেদিন আমার ডাইভ দেয়া উচিত ছিল।’

‘এরপর কয়েকদিন গেলে আমার এখনও মনে পড়ে একদিন সকালে কেউ একজন আমাদের গ্রুপে লিখেছিল জিনিসটা ঠিক হয়নি। আমরা জানি আসলেও সেটা ঠিক হয়নি।’

Bootstrap Image Preview