Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গরুকে স্পর্শ করলে মনের নেতিবাচকতা দূর হবে: মহারাষ্ট্রের মন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২০, ০৪:৪৫ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০২০, ০৪:৪৫ PM

bdmorning Image Preview


ভারতের মহারাষ্ট্রের নারী ও শিশুকল্যাণমন্ত্রী যশোমতী ঠাকুর বলেছেন, আমাদের সংস্কৃতিতে একথা বলা আছে যে, আপনি কোনও গরুকে ছুঁলেই আপনার মনের সব নেতিবাচকতা দূর হয়ে যাবে।

তিনি শনিবার অমরাবতী শহরে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম আজকাল।

যশোমতী আরেকটি কারণেও খবরের শিরোনামে উঠে এসেছেন। তিনি সম্প্রতি ভাসিমে জেলা পরিষদের নির্বাচনী প্রচারণায় বলেন, আমরা মাত্র ক্ষমতায় এসেছি। তাই এখনও পয়সা কামাতে পারিনি।

অমরাবতীর তিওসা আসন থেকে নির্বাচিত কংগ্রেসের এই সংসদ সদস্য আরও বলেন, ভোটাররা বিরোধীদের কাছ থেকে টাকা নিতেই পারেন। কিন্তু ভোটটা তাদের কংগ্রেসকেই দেয়া উচিত।

Bootstrap Image Preview