Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিলেই ১০ হাজার টাকা পুরস্কার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২০, ০৪:৪৯ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০২০, ০৪:৪৯ PM

bdmorning Image Preview


নোয়াখালীতে মাদকের করাল গ্রাস থেকে সমাজ ও দেশকে রক্ষার জন্য ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এ.এইচ.এম ইব্রাহিম।

তিনি এলাকাবাসীর সাথে এক মতবিনিময় সভায় বলেন, আমার সংসদীয় আসনে কোন মাদক থাকতে পারবে না। যারা মাদক ব্যবসায়ীদেরকে ধরে দিতে পারবেন, তাদেরকে ১০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে। মাদক বিক্রেতারা সংখ্যায় অতি সামান্য। আর আপনারা সংখ্যায় বৃহৎ অংশ। তাই সবাই যদি একসাথে হয়ে মাদকের বিরুদ্ধে কাজ করেন, তাহলে সমাজ থেকে মাদক নির্মূল সম্ভব।

এ সময় তিনি আরো বলেন, মাদকের কারণে অনেক পরিবারে অশান্তি চলছে। মাদক নিয়ন্ত্রণ করার জন্য সরকার কঠোর অবস্থানে রয়েছে।মাদক বিক্রেতাদেরকে হুশিয়ারি করে তিনি বলেন, এখনও সময় আছে ভালো হবার। না হলে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চাটখিল কলেজ সংসদের সাবেক ভিপি নিজাম উদ্দিন, চাটখিল উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ বাবুল, খিলপাড়া ইউনিয়ন আাওয়ামীলীগ সভাপতি মীর হোসেনসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ।

Bootstrap Image Preview