নোয়াখালীর বেগমগঞ্জ-৩ আসনের জনপ্রিয় সংসদ সদস্য আলহাজ্জ্ব মামুনুর রশীদ কিরণ এমপির সুযোগ্য সন্তান বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি জিহান আল রশীদ (রাফি) গভীর রাতে বেগমগঞ্জের বিভিন্ন স্থানে অসহায়, গরীব, শীতার্তদের মাঝে সহস্রাধিক শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণের সময় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগ, পেীর ছাত্রলীগ, চেীমুহনী এস.এ কলেজ ছাত্রলীগ, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
কম্বল পেয়ে অনেক খুশি চেীমুহনী রেল স্টেশনের বাসিন্দা হাজরা খাতুন বলেন, আমাদের এমপির পুত্র জিহান কম্বল দিছে আল্লাহ তাকে সব সময় ভালো রাখুক হায়াৎ দান করুক।
অপরদিকে বেগমগঞ্জের চেীরাস্তায় শীতবস্ত্র বিতরণে পাওয়া সিহাব উদ্দীন বলেন, আমরা দিন মজুর মানুষ, রুজি-রোজগার নেই, যে শীত পড়ছে ছেলে-মেয়ে নিয়ে খুব কষ্টে আছি। কম্বল পেয়ে তাকে অনেক আনন্দিত হতে দেখা যায়।
এ ব্যাপারে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ও নোয়াখালী ছাত্রলীগের আইকন জিহান আল রশীদ (রাফি) বলেন, অসহায়, গরীব, পথশিশু, দিনমজুর মানুষজন তীব্র শীতে গরম কাপড়ের অভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ রাতে আমরা প্রায় বেগমগঞ্জের বিভিন্ন পয়েন্টে কম্বল বিতরণ করেছি। এ বিতরণ কাজ অব্যাহত থাকবে। এছাড়া শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণে বিত্তবানদের পাশে দাড়াঁনোর আহ্বান জানান তিনি।