Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

একের পর এক পাকিস্তানি ড্রোনে দুঃশ্চিন্তায় ভারতীয় বাহিনী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২০, ০৫:০২ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০২০, ০৫:০২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভারতের পাঞ্জাব প্রদেশে একের পর এক পাকিস্তানি ড্রোনে দুঃশ্চিন্তা বাড়াচ্ছে ভারতীয় গোয়েন্দা ও সীমান্তরক্ষী বাহিনীর।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানায়, গত সাপ্তাহে বিস্ফোরক বোঝাই দুটি ড্রোন ভূপাতিত করার পর তা আরও দুঃশ্চিন্তায় ফেলেছে ভারতীয় গোয়েন্দাদের।

সীমান্তে প্রথমে ড্রোনের হানায় ভারত ভেবেছিল সীমান্তে নজরদারি বাড়াতেই একের পর এক ড্রোন উড়াচ্ছে পাকিস্তান। কিন্তু বিস্ফোরক পাওয়ার পর তারা পাকিস্তানের ড্রোন নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছেন।

ভারতের গোয়েন্দা সূত্রের বরাতে খবরে বলা হয়, পাঞ্জাব প্রদেশে খালিস্তানপন্থী উগ্রগোষ্ঠীগুলোকে সহায়তা করার জন্যই মূলত ড্রোনের মাধ্যমে বিস্ফোরক পাঠাচ্ছে পাকিস্তান।

তাদের দাবি, গত বছরের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত প্রতি মাসে গড়ে ১০-১৫টি পাকিস্তানের ড্রোনের ভারতে প্রবেশের প্রমাণ মিলেছে।

পাকিস্তানি এসব ড্রোন ‘প্রি-ফেড’ প্রযুক্তির ফলে নির্দিষ্ট তথ্যের অনেক উঁচু থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের ছবি তুলে নিরাপদে ফিরে যেতে সক্ষম। একইসঙ্গে এগুলো নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অনেকটা দূরত্ব পার হয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। একারণে ড্রোনগুলোকে সহজে চিহ্নিত করা যায় না।

Bootstrap Image Preview