Bootstrap Image Preview
ঢাকা, ০১ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে নামতে না পেরে বিমান চলে গেছে কলকাতায়!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২০, ০৬:৩১ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০২০, ০৬:৩১ PM

bdmorning Image Preview


সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শাহ আমানতে নামতে না পেরে কলকাতায় চলে যায় বিমানটি

ঘন কুয়াশার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। 

সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মাসকাট থেকে চট্টগ্রামে আসা বিমানের ১২২ ফ্লাইটটি ঘন কুয়াশার কারণে নামতে পারেনি। তবে কুয়াশা কেটে গেলে ফ্লাইটটি আবার চট্টগ্রামে চলে আসবে বলে জানিয়েছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী ব্যবস্থাপক খায়রুল কবির।

তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ছাড়া বাকী সবগুলো ফ্লাইট ওঠা-নামা করছে।

Bootstrap Image Preview