Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কার কাছ থেকে বিদায় নেব,মাশরাফির প্রশ্ন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২০, ০৮:৪৭ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০২০, ০৮:৪৭ PM

bdmorning Image Preview


টাইগার দলের ওয়ানডে ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা নিজের অবসর নিয়ে এখনো কোন চূড়ান্ত সিন্ধান্ত নেননি।তবে তাঁর অবসর নিয়ে চারিদেকে বেশ গুজন ছড়িয়ে। গতকাল বিসিবির কেন্দ্রীয়  চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নিয়ে অবসরের গুজন আরও বাড়িয়ে দিয়েছেন ম্যাশ নিজেই। 

অবসরের প্রসঙ্গ আসলেই সেটি এড়িয়ে যান  মাশরাফি। কিন্তু ঘুরে ফিরে সেই একই প্রশ্নের মুখোমুখি হন তিনি। চলতি বিপিএলে এলিমিনেটর রাউন্ডের প্রথম ম্যাচে চট্টগ্রামের কাছে সাত উইকেটে হারের পর সংবাদ সম্মেলনে আসেন মাশরাফি। সেখানে তাঁর অবসরের প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, 'ক্রিকেট বোর্ডকে আন্তরিকভাবে ধন্যবাদ যে তারা চেয়েছে আমাকে অবসর করানোর জন্য (মাঠ থেকে)। তবে আমি তো আগের দিনও পরিষ্কার করেছি যে তেমন ইচ্ছা আমার নেই। যদি আল্লাহতায়ালা তেমন সুযোগ রাখে বা আসে তখন দেখা যাবে। আমার তেমন কোনও ইচ্ছা নেই। আর অবসর কার কাছ থেকে নিব সেটাও একটা কথা।'

বিসিবিকে সকল ক্রিকেটারদের অভিভাবক হিসেবে উল্লেখ করে মাশরাফি আরো বলেন, 'আমি সবসময় চিন্তা করি যে ক্রিকেট বোর্ড হচ্ছে খেলোয়াড়দের অভিভাবক। তাদের বিরুদ্ধে যাওয়াকে আমি কখনোই সঠিক মনে করিনি এবং মনেও করি না কখনো।

আমি সবসময় মনে করি যে একজন খেলোয়াড়কে সর্বোচ্চ প্রাধান্য দেয়া উচিত তার ক্রিকেট বোর্ডকে। ক্রিকেট বোর্ড একজন খেলোয়াড়ের দেখাশুনা করে।' 

Bootstrap Image Preview