সাভারে দুর্বৃত্তদের গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছে। রোববার রাতে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার অন্ধ মার্কেটের সামনে তাকে গণপিটুনি দেয়া হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাহফুজুর রহমান মাফুর (৪০) লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে থানায় নিয়ে আসা হয়েছে।
তবে নিহত ব্যক্তির বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ সায়েদ।নিহত মাফুর গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। সাভারের পৌর এলাকার শাহীবাগ মহল্লায় তিনি পরিবারের সঙ্গে ভাড়া বাড়িতে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, অন্ধ মার্কেটের সামনে হঠাৎ করে মাফুর সঙ্গে দুর্বৃত্তদের তর্কাতর্কি হয়। এর এক পর্যায়ে সেখানে থাকা স্থানীয়রা মিলে তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে থানায় নিয়ে আসা হয়েছে। যদিও তিনি তাদের নাম প্রকাশ করেননি।