Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধানমন্ডিতে দেশ টিভির প্রাইভেট কারে আগুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২০, ১০:৩৯ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০২০, ১০:৩৯ PM

bdmorning Image Preview


রাজধানীর ধানমন্ডিতে একটি প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গাড়িটির সামনের অংশ পুড়ে যায়।

সোমবার রাত সোয়া ৮টার দিকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গাড়িচালক জাহিদ জানান, গাড়িটি দেশ টিভির। তিনি একজন পুরুষ ও নারীকে নিয়ে হাসপাতালে এসেছিলেন। তারা হাসপাতালে ঢুকলে গাড়ির জানালা বন্ধ করে বসেছিলেন জাহিদ। আচমকা গাড়িটিতে আগুন লেগে যায়। এসময় সঙ্গে সঙ্গে দরজা খুলে তিনি দূরে সরে যান।

জাহিদ আরো জানান, আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের নিরপত্তারক্ষীদের সহযোগিতায় তিনি গাড়ির আগুন নেভাতে সক্ষম হন। তবে ততক্ষণে গাড়ির সামনের অংশ সম্পূর্ণ পুড়ে যায়।

এদিকে কিছু সময় পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের গাড়ি পৌছাতে দেখা যায়।

Bootstrap Image Preview