কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ক্যান্সার আক্রান্ত মরিয়ম জন্নাত মারা গেছেন।
মরিয়মের চিকিৎসার্থে ‘সেভ দ্যা গার্লঃমরিয়ম’ এর ব্যানারে পেকুয়া - চকরিয়া থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও সাহায্য পেয়েছিলো। যার চিকিৎসা সম্মিলিত সিদ্ধান্তক্রমে হয়েছিল।
কিন্তু আজ (১৪ জানুয়ারী) সকালে জানা যায়, মরিয়ম মহান প্রভুর ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে গেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। মঙ্গলবার দুপুরের নামাজের পর দুপুর ২ টায় মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।