Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মোটরসাইকেল ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৫

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২০, ০২:৩৮ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০২০, ০২:৩৮ PM

bdmorning Image Preview


নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে মোটরসাইকেল ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আহত মহিলা যাত্রী দুইজনকে গুরুতর আশংকাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

জানা যায়, চৌমুহনী থেকে সিএনজি কাশিপুরের উদ্দেশ্যে যাত্রার পথে চৌমুহনী সরকারি এস.এ কলেজ হাউজিং সংলগ্ন শেরেবাংলা হোস্টেল রোডে মটরসাইকেলের সাথে সংঘর্ষ লেগে দুর্ঘটনাটি ঘটে এবং সিএনজিটি রাস্তায় পাশে খাদে পড়ে যায়। তবে মটর সাইকেল আরোহীরা অক্ষত অবস্থায় রয়েছে।

ঘটনাস্থলে দুইজন মহিলা গুরুতর আহত হয়। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসার জন্য রাবেয়া হাসপাতালে নেওয়া হয়েছে। তারা আশংকামুক্ত রয়েছে।

এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশীদ বলেন, ঘটনাটি শুনেছি ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তীতে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview