Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রেমিকাকে ঘরে তুলছেন তেলেগু অভিনেতা নিতিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২০, ০৪:৩১ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০২০, ০৪:৩১ PM

bdmorning Image Preview


ভারতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা নিতিন। দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়ের পরিকল্পনা করছেন তিনি। পাত্রী শালিনী যুক্তরাজ্যে এমবিএ করছেন। প্রেমের সম্পর্ক থাকলেও পারিবারিকভাবেই তাদের বিয়ে হচ্ছে।

জানা যায়, নিতিন ও শালিনী গত চার বছর ধরে পরস্পরকে চেনেন। পরিবারের সদস্যরা যখন তাদের বিয়ের কথা বলে, তারা রাজি হয়ে যায়। নিতিনের পরিবারও এতে ভীষণ খুশি হয়েছেন।

নিতিনের বাবা সুধারকর রেড্ডি একজন স্বানামধন্য প্রযোজক ও পরিবেশক। তাই ছেলের বিয়ে বেশ ঘটা করেই দিতে চাইছেন।

আগামী ১৪ এপ্রিল দুবাইয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। নিতিনের মা-বাবা বিয়ের আয়োজন শুরু করেছেন। বিয়ের স্থান হিসেবে তারা দুবাইয়ের পালাজো ভার্সাস হোটেল বেছে নিয়েছেন। বিয়ের আগের বিভিন্ন অনুষ্ঠানও একই স্থানে হবে।

উল্লেখ্য, নিতিন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা শ্রীনিবাসা কল্যাণম। বর্তমানে একাধিক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত এই অভিনেতা।

Bootstrap Image Preview