Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মোবাইলে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ দিলেন স্বামী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২০, ০৬:০৭ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০২০, ০৬:০৭ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


মোবাইলে স্ত্রীর সঙ্গে রাগারাগি করে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন ফয়সাল হোসেন নামের এক ট্রাকচালক। গত সোমবার (১৩ জানুয়ারি) সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর শহরের আজমপুরে এ ঘটনা ঘটে। মৃত ট্রাকচালক হোসেন উপজেলার জয়রামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে দর্শনা পুলিশ ফাঁড়ির এসআই মো. জাকির হোসেন জানান, ‘প্রায় তিন বছর আগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার রুইতনপুর গ্রামের শাপলা খাতুনের সঙ্গে ফয়সালের বিয়ে হয়। বিয়ের পর মায়ের সঙ্গে আজমপুরে বসবাস করছিল ফয়সাল আর তার স্ত্রী। তবে দাম্পত্য কলহ থাকায় প্রায় সময় ঝগড়ায় লিপ্ত হতেন তারা। এক পর্যায়ে শাপলা বাবার বাড়িতে চলে যান।

রবিবার (১২ জানুয়ারি) স্ত্রীকে নিজ বাড়িতে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়ি যান ফয়সাল। তবে স্ত্রী ফিরতে না চাইলে তিনি বাড়ি চলে আসেন। পরে সোমবার সকালে ঘুম থেকে উঠে চা নাস্তার পর মোবাইলে স্ত্রীর সঙ্গে রাগারাগি করেন তিনি। এরপরই অভিমানে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ফয়সাল।‘

তিনি আরো জানান, খবর পেয়ে ফয়সালের মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মামা বাদী হয়ে একটি মামলা করেছেন।

Bootstrap Image Preview