Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাউথ আফ্রিকা থেকে লাশ হয়ে ফিরছেন হারুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২০, ০৭:৪৫ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০২০, ০৭:৪৫ PM

bdmorning Image Preview


ভাগ্যের চাকা ঘুরাতে ৫ বছর আগে সাউথ আফ্রিকায় পাড়ি জমান ফেনীর দাগনভূঞার আবদুল করিম হারুন। চলতি বছর দেশে ফিরে বিয়ে করার কথা ছিলো তার। কিন্তু বিধি বাম। পরিবারের মুখে হাসি দেখা তার ভাগ্যে নেই। সন্ত্রাসীদের গুলিতে নিহত হারুন দেশে ফিরছেন লাশ হয়ে।

নিহতের বড় ভাই মো. হায়দার জানান, হারুন পাঁচ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছে। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে পোট্রস এলিজাবেথ এলাকায় দোকানের জন্য মালামাল নিয়ে ফেরার সময় সন্ত্রাসীরা তাকে আটক করে মালামাল লুটে নেয়। এ সময় বাধা দেয়ায় সন্ত্রাসীরা তাকে গুলি করে। গুলিতে ঘটনাস্থলেই সে নিহত হয়। আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় তারা গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।

নিহত আবদুল করিম হারুন দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউপির ডেউলিয়া গ্রামের ছানা উল্যাহ ভূঞা বাড়ির আবদুর গফুর মিয়ার ছেলে। গফুর মিয়ার পাঁচ ছেলে ও এক মেয়ের মধ্যে হারুন তৃতীয়। তার লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।

এদিকে হারুন সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার খবর শুনে তার পরিবারে শোকের মাতম চলছে। উপার্জনক্ষম ছেলে হারুনকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বৃদ্ধ আবদুর গফুর মিয়া। ছেলের জন্য বিলাপ করে কাঁদছেন তিনি।

Bootstrap Image Preview