Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কে হবে ফাইনালে যাওয়ার নায়ক গেইল নাকি রাসেল?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২০, ১১:০০ AM
আপডেট: ১৫ জানুয়ারী ২০২০, ১১:০১ AM

bdmorning Image Preview


এখন পর্যন্ত বিপিএলে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি রাজশাহীর অধিনায়ক আন্দ্রে রাসেল এবং চট্টগ্রামের বিধ্বংসী ওপেনার ক্রিস গেইল। গুরুত্বপূর্ণ ম্যাচে এই দুজনের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে তাদের দল।

চট্টগ্রাম পেসার মুক্তার আলী তো বলেই দিয়েছেন, রাজশাহীর বিপক্ষে গেইল খেললে তাঁদের আর কারও খেলা লাগবে না। তিনি বলেছেন, ‘গেইল আসাতে আমাদের একটা আত্মবিশ্বাস জন্মায় যে সে খেলছে, কিন্তু যেদিন গেইল খেলবে আর কারও খেলা লাগবে না।’ গ্রুপ পর্বে দুবার মুখোমুখি হয়েছে রাজশাহী-চট্টগ্রাম। একবার করে জিতেছে দুই দলই।  
 

চট্টগ্রাম না রাজশাহী, কে হবে ফাইনালে খুলনার প্রতিপক্ষ? রাজশাহীর অধিনায়ক আন্দ্রে রাসেল নাকি চট্টগ্রামের বিধ্বংসী ওপেনার ক্রিস গেইল। যার ব্যাটে আগুন ঝড়বে বেশি তারা পৈাছে যাবে ফানালের মঞ্চে। তাই সবাই তাকিয়ে আছে এই দুই জনের দিকে।


চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সম্ভাব্য একাদশঃ মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইমরুল কায়েস, ক্রিস গেইল, জিয়াউর রহমান, চ্যাডউইক ওয়ালটন, নুরুল হাসান, রায়াদ এমরিট, আসেলা গুনারত্নে, রুবেল হোসেন, নাসুম আহমেদ ও মেহেদী হাসান রানা।

রাজশাহী রয়্যালস সম্ভাব্য একাদশঃ লিটন দাস, আফিফ হোসেন, শোয়েব মালিক, অলক কাপালি, রবি বোপারা, আন্দ্রে রাসেল (অধিনায়ক), ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহি ও মোহাম্মদ ইরফান।

Bootstrap Image Preview