Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অস্ট্রেলিয়ার মাটিতে গোলাপি বলে টেস্ট খেলতে রাজি কোহলিরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২০, ১১:০৮ AM
আপডেট: ১৫ জানুয়ারী ২০২০, ১১:০৮ AM

bdmorning Image Preview


অস্ট্রেলিয়ার মাটিতে দিবা-রাত্রির টেস্ট খেলতে প্রস্তুত ভারত। সেখানকার যেকোনো মাঠে গোলাপি বলের টেস্ট খেলতে রাজি হয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

২০১৮ সালে অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টই দিবা-রাত্রির খেলতে চেয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কিন্তু সেবার রাজি হননি কোহলিরা। গোলাপি বলের টেস্ট খেলার জন্য যথেষ্ট প্রস্তুত ছিল না ভারত। ফলে সেই সফরে আর দিবা-রাত্রির টেস্ট হয়নি। 

চলতি বছরের শেষে দিকে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। এবার সেখানে দিবা-রাত্রির টেস্ট খেলতে বেশ কয়েকবার প্রস্তাব এসেছে অস্ট্রেলিয়ার ক্রিকেটার এবং বোর্ড থেকে। সেই প্রস্তাবে সাড়া দিয়েছেন ভারতীয় অধিনায়ক।

বিরাট কোহলি বলেন, ‘যেখানে খুশি দিন-রাতের টেস্ট হোক, আমরা সেই চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি। গ্যাবা, পার্থ, যেখানেই হোক। নিজেদের দেশে যে গোলাপি বলের টেস্ট খেলেছি, তা নিয়ে বেশ খুশি আমরা। তাছাড়া আমাদের দলে এখন এমনই অবস্থায় রয়েছে যে, বিশ্বের যেকোনো জায়গায় গিয়ে যেকোনো পরিবেশে আমরা খেলার ক্ষমতা রাখি লাল, সাদা কিংবা গোলাপি বলে।’

২০১৮ সালে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়েন কোহালিরা। এবার স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ফিরে আসায় সেই হারের জবাব দিতে চাইবে অস্ট্রেলিয়া।

Bootstrap Image Preview