Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাকিবের জন্য সাত সমুদ্র পাড়ি দিয়ে ঢাকায় কে এই নারী? 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২০, ১১:১৩ AM
আপডেট: ১৫ জানুয়ারী ২০২০, ১১:১৩ AM

bdmorning Image Preview


ক্রিকেটের বাহিরে থাকায় সাকিব আল হাসান নিজেকে অন্য কাজে ব্যস্ত রেখেছেন। কয়েক দিন আগে ইয়ামাহার সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছেন। এবার একটি বিজ্ঞাপনে মডেলিং করলেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ঘুরে বেড়াচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে  সাকিবের সঙ্গে দাঁড়িয়ে হাস্যজ্জ্বল এক নারী। কেই এই নারী তার পরিচয় নিয়ে সাকিব ভক্তদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে?

১৯৯২ সালে একটি কোল্ড ক্রিমের বিজ্ঞাপনে মডেল হয়ে সবার নজর কাড়েন তিনি। এরপর টানা কয়েক বছর ধরে বিজ্ঞাপনচিত্রের সেরা মডেল হয়ে উঠেন। তার পরই যুক্তরাজ্যে পাড়ি জমান। জনপ্রিয় এই মডেলের নাম স্মৃতি ফামি।

হ্যা, দীর্ঘ দিন পর আবারো বিজ্ঞাপনে ফিরলেন তিনি। আর বিজ্ঞাপনে তাঁর সহশিল্পী সাকিব। 
সাকিবের সঙ্গে বিজ্ঞাপন করার প্রসঙ্গে ফামি বলেন, জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজার ডাকে হুট করেই গত ৮ জানুয়ারি ঢাকায় এসেছি। অবশ্যই একটি বিজ্ঞাপনচিত্রের কাজে। ওই বিজ্ঞাপনে সাকিব আল হাসান আমার সহশিল্পী। দুজনে ১০ ও ১১ জানুয়ারি টানা শুটিং করেছি। ১৪ জানুয়ারি কাজ শেষ করেই ফিরে যাচ্ছি পরিবারের কাছে।

সাকিবের জন্যই সাত সমুদ্র পাড়ি দিয়ে ঢাকায় এসেছেন তিনি।

সূত্র জানায়, গত ৮ জানুয়ারি ঢাকায় এসেছিলেন যুক্তরাজ্য প্রবাসী স্মৃতি ফামি।সাকিবের সঙ্গে প্রয়োজনীয় কাজ সেরে মঙ্গলবার রাতে যুক্তরাজ্যের উদ্দেশে বিমান উঠেছেন স্মৃতি।

Bootstrap Image Preview