Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নিজ দেশে হেড কোচের চাকরি সুখের হলোনা হাথুরুসিংহের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২০, ১১:২২ AM
আপডেট: ১৫ জানুয়ারী ২০২০, ১১:২২ AM

bdmorning Image Preview


শেষ হলো শ্রীলঙ্কা ক্রিকেটে চন্ডিকা হাথুরুসিংহের 'হেড কোচ' অধ্যায়। অনেক টানাপোড়েনের পর তার চুক্তি শেষ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। একই সঙ্গে বকেয়া বেতন দিতেও সম্মত হয়েছে এসএলসি।

গেলো বছর বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর থেকে হাথুরুকে নিষ্ক্রিয় করে রেখেছে শ্রীলঙ্কা বোর্ড। বেতন ভাতাও বন্ধ করে দেয়া হয়। তাকে স্বপদে রেখেই মিকি আর্থারকে হেড কোচ পদে নিয়োগ দেয় এসএলসি।

এবছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা হাথুরুসিংহের মেয়াদ। বকেয়া বেতন আদায়ে, আগে ভাগে চুক্তি শেষ করতে চান তিনি। কিন্তু, বোর্ড চুক্তিও শেষ করছে না, বকেয়া বেতনও দিচ্ছেনা।

এমন সময় আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দারস্থ হন বাংলাদেশের সাবেক কোচ। অবশেষে রফাদফা হলো পুরো বিষয়টা। মেয়াদ শেষের আগে টাইগারদের পদ ছেড়ে শ্রীলঙ্কার কোচ হয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। নিজ দেশে তার চাকরি সুখের হয়নি।

Bootstrap Image Preview