Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চকরিয়ায় মুজিব শতবর্ষ উদযাপন নাগরিক কমিটি গঠিত

চকরিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২০, ১২:২৮ PM
আপডেট: ১৫ জানুয়ারী ২০২০, ১২:২৮ PM

bdmorning Image Preview


চকরিয়ায় মুজিব শতবর্ষ উদযাপন নাগরিক কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে ১৪ জানুয়ারি সন্ধ্যায় চকরিয়া পৌর শহরের অভিজাত রেষ্টুরেন্ট গ্রীণচিলি হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ও পৌর আওয়ামীলীগের সাবেক আহবায়ক আ.ক.ম গিয়াস উদ্দিন,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম বুলবুল, বর্তমান ভাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টো, উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ, ঢাকাস্থ বৃহত্তর চট্টগ্রাম আইনজীবি পরিষদের সভাপতি সাবেক ছাত্রনেতা এডভোকেট ফয়জুল কবির, পৌরসভা কৃষকলীগের সভাপতি সুলাল চন্দ্র সুশীল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জামাল উদ্দিন, পৌর আওয়ামীলীগ নেতা বশির আলম, উপজেলা আওয়ামীলীগের সদস্য জাফর আলম সিকদার, পৌর ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছফুর আলম, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, পৌরসভা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুক লোটাস, তরুণ আওয়ামীলীগ নেতা নুরুল আবছার বাবু, উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক আজিজুল হক, মহিউদ্দিন খোকন, উপজেলা শ্রমিকলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুবিনুল হক, সাবেক ছাত্রনেতা এডভোকেট সাইফুদ্দিন, মিনহাজ উদ্দিন ঈগলু, আবদুর রাজ্জাক প্রমূখ।

সভায় সর্বসম্মতিক্রমে চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম বিএ(অনার্স)এমএ’কে প্রধান উপদেষ্টা করে ২১ সদস্য বিশিষ্ট মুজিব শতবর্ষ উদযাপন নাগরিক কমিটি চকরিয়ার উপদেষ্টা কমিটি এবং ১০১সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে অধ্যক্ষ আ.ক.ম. গিয়াস উদ্দিনকে আহবায়ক এবং মকছুদুল হক চুট্টো, ছৈয়দ আলম কমিশনার ও সুলাল চন্দ্র সুশীলকে যুগ্ম আহবায়ক ও এডভোকেট ফয়জুল কবিরকে সদস্য সচিব করা হয়েছে।

Bootstrap Image Preview