Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সতীর্থ ওয়ার্নারকে প্রশংসায় ভাসাচ্ছেন ফিঞ্চ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২০, ০১:২৮ PM
আপডেট: ১৫ জানুয়ারী ২০২০, ০১:২৮ PM

bdmorning Image Preview


মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতকে ১০ উইকেটে হারিয়ে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। দলটির হয়ে দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চ সেঞ্চুরি তুলে নিয়েছেন।

ডেভিড ওয়ার্নার খেলেছেন ১২৮ রানের অপরাজিত ইনিংস। সেই সঙ্গে অধিনায়ক ফিঞ্চ করেছেন অপরাজিত ১১০ রান। ম্যাচ শেষে সতীর্থ ওয়ার্নারকে প্রশংসায় ভাসিয়েছেন ফিঞ্চ। এই অজি অধিনায়ক মনে করেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ওয়ার্নারের ব্যাট।

এ প্রসঙ্গে তিনি বলেন' একজন দুর্দান্ত প্লেয়ার। বিশেষ করে এই ফর্ম্যাটে। সে কিছুদিন ধরেই অপ্রতিরোধ্য হয়ে উঠেছে, সেটা স্পেশাল। একবার সে মাঠে ঢুকে পড়লে তার কাছে রান করার প্রচুর বিকল্প থাকে। ওর সঙ্গে ব্যাট করা সবসময়ই দারুণ।'

২৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের তুলোধোনা শুরু করেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ওয়ার্নার এবং ফিঞ্চ। ইনিংসের মাঝের দিকে অস্ট্রেলিয়ার রানের চাকা কিছুরে ধরে রাখলেও অজি দুই ওপেনারকে বেশিক্ষণ খোলসে বন্দি করে রাখতে পারেনি ভারতীয় বোলাররা। অস্ট্রেলিয়া ৩৭.৪ ওভার খেলেই এই ম্যাচে জয় পেয়েছে।

নিজেদের লড়াই নিয়ে ফিঞ্চ বলেছেন, 'আমার মনে হয় যেভাবে মাঝের ওভার চলাকালীন আমরা লড়াই করে ফিরে এসেছি সেটা যথেষ্ট প্রভাবশালী ছিল। শিখর আর কেএল সত্যিই ভালো ব্যাটিং করছিল। তাই যেভাবে ছেলেরা পাল্টা লড়াই করেছে তাতে আমি গর্বিত। এখনো ফিল্ডিংয়ের ক্ষেত্রে মাঠে আমরা কিছুটা উন্নতি করতে পারি, কিন্ত যখন মাঠ কিছুটা স্যাঁতস্যাঁতে থাকে তখন কখনো কখনো এমনটা হয়েই থাকে। সবমিলিয়ে ভালো পারফরম্যান্স।;

সিরিজের প্রথম ম্যাচে জয়ের পরও আত্মতুষ্টিতে ভুগছেন না অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক। ঘরের মাঠে ভারতকে সিরিজে হারানো অনেক কঠিন বলেই মনে করেন তিনি। 

ফিঞ্চের ভাষ্য, 'ভারতকে ভারতে হারানো সবসময়ই মুশকিল। নিঃসন্দেহে ভারত একটা দুর্দান্ত দল আর আমরা ওদের সিরিজে প্রত্যাবর্তনের আশা করি। ওদের কাছে ক্রিকেট ইতিহাসের বেশকিছু সবচেয়ে ভালো খেলোয়াড় রয়েছে।'

Bootstrap Image Preview