Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফাইনালে যেতে মরিয়া মুক্তার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২০, ০২:৩৩ PM
আপডেট: ১৫ জানুয়ারী ২০২০, ০২:৩৩ PM

bdmorning Image Preview


রাজশাহীতে জন্ম, সেখানেই বেড়ে ওঠা। ক্রিকেটের হাতেখড়িও রাজশাহীতে। এবার জন্মস্থান রাজশাহীর বিপক্ষেই মাঠে নামছেন মুক্তার আলী। আর এই ম্যাচে জয় পেতে মরিয়া চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার। 

বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজশাহী রয়্যালসের মুখোমুখি হচ্ছে মুক্তারদের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। যদিও নিজ এলাকার প্রতি পক্ষপাতমূলক মনোভাব নেই মুক্তারের। এই ম্যাচে রাজশাহীকে হারানোর লক্ষ্যেই মাঠে নামবেন তিনি। 

মুক্তার বলেন, ‘অবশ্যই চ্যালেঞ্জিং ম্যাচ হবে এটা। যেহেতু আমার বাড়ি রাজশাহীতে আর খেলাও রাজশাহীর বিপক্ষে। তবে আমি এখন চট্টগ্রাম দলের হয় খেলছি, সুতরাং যেখানে খেলব সেটাই আমার দল। অবশ্যই চাইবো রাজশাহীকে হারাতে। আমরা ভালো খেলছি, আমাদের দলটাও ভালো। দেখা যাক কালকের ম্যাচে কী হয়।’

কোয়ালিফায়ারে খেলতে নামার আগে চাপ মাথায় নিতে নারাজ মুক্তার। তাঁর মতে ফাইনালে উঠতে হলে ম্যাচ বাই ম্যাচ এগোতে হবে দলকে। মুক্তারের ভাষ্যমতে, ‘আসলে এখানে চাপের কিছু নেই। আমরা প্রথম থেকে এক নম্বরে ছিলাম। আমরা কখনও চিন্তা করিনি হঠাৎ করে তিন নম্বরে চলে যাব। এখন যেহেতু আমাদের জন্য এই পরিস্থিতি চলে এসেছে, আমরা চাই ম্যাচ বাই ম্যাচ জিততে। একটা জিতেছি, দ্বিতীয় ম্যাচটি চেষ্টা করব জিততে। এরপর ফাইনালে উঠলে ফাইনাল নিয়ে চিন্তা করব।’

সন্ধ্যায় বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে আন্দ্রে রাসেলের নেতৃত্বাধীন রাজশাহী রয়্যালসের বিপক্ষে খেলতে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এর আগে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহীকে ২৭ রানে পরাজিত করে ফাইনালে ওঠে খুলনা টাইগার্স।  

Bootstrap Image Preview