৩০ জানুয়ারি সিটি কর্পোরেশন নির্বাচন পেছানোর দাবিতে বুধবার (১৫ জানুয়ারি) সকাল থেকে শাহবাগ মোড়ে আন্দোলন করছেন ঢাবি শিক্ষার্থীরা। এ সময় গাড়িতে করে যাচ্ছিলেন আলিফ নামে এক ব্যক্তি। তার গাড়ি যেতে দিতে শিক্ষার্থীদের বলেন তিনি। কিন্তু শিক্ষার্থীরা তার গাড়ি না যেতে দিলে ক্ষিপ্ত হয়ে পকেট থেকে অস্ত্র বের করেন এবং শিক্ষার্থীদের ভয় দেখান।
এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে গাড়ি থেকে বের করে গণধোলাই দেন। পরে আহত অবস্থায় প্রথমে তাকে শাহবাগ থানা এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেক ক্যাম্প পুলিশের সহকারী ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আহত আলিফকে পুলিশি প্রহরায় চিকিৎসা দেয়া হচ্ছে।
এ বিষয়ে পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার সাজ্জাদ হোসেন বলেন, ‘আলিফের বন্দুকের লাইসেন্স ছিল। তিনি আন্দোলনকে নিজের জীবনের হুমকি মনে করেছিলেন বলেই অস্ত্র প্রদর্শন করেন। তাকে আটক করা হয়নি। পুলিশি প্রহরায় চিকিৎসা দেয়া হচ্ছে।’
জানা যায়, আজ বুধবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
পরে দুপুর পৌনে ২টার দিকে শাহবাগ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাড়াও বিভিন্ন হলের দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন। শাহবাগ অবরোধ করার কারণে ওই সড়ক দিয়ে সব ধরণের যান চলাচল বন্ধ হয়ে যায়।