Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সড়ক আইন মানছেই না মিন্নির পরিবার!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২০, ০৫:৫০ PM
আপডেট: ১৫ জানুয়ারী ২০২০, ০৫:৫০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নতুন ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ কার্যকর হয়েছে। বহুল আলোচিত এই আইনটি প্রণয়নের এক বছরেরও বেশি সময় পর বাস্তবায়ন হয়।

নতুন সড়ক আইনে, হেলমেট না পরলে জরিমানা ২০০ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ ১০ হাজার টাকা করা হয়েছে। আর মোটরসাইকেলে তিনজন বসার বিধান নেই নতুন সড়ক আইনে।

তবে এই আইনের কোন তোয়াক্কা না করেই বরগুনার বহুল আলোচিত রিফাত হত্যা মামলার অন্যতম ‘আসামি’ মিন্নিকে মোটরসাইকেলে তার বাবা ও চাচার সঙ্গে আদালত প্রাঙ্গনে দেখা গেছে। আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিদ্রুপের শিকার হন মিন্নি।

নাজমুল হোসেন নামে একজন লিখেছেন, ‘সড়ক আইন-২০১৮’ এর তোয়াক্কা না করে হেলমেটবিহীন মোটরসাইকেলে তিনজন চলছে। তারা (একজন) আবার মহামান্য আদালতের নিকট জামিন প্রার্থী!

মোটরযান আইন ১৯৮৮ (সংশোধনী) অনুসারে, চালক ও যাত্রী দুজনের মাথায় অবশ্যই হেলমেট থাকতে হবে। এছাড়া হাতে গ্লাভস ও পায়ে জুতা পরে তবেই চালকের আসনে বসতে হবে। এসব আইন না মেনে মোটরসাইকেল চালালে পুলিশ যেকোনো সময় মামলা করতে পারবে।

এছাড়া নতুন সড়ক আইনে বলা হয়েছে, হেলমেটবিহীন মোটরসাইকেল চালালে সর্বোচ্চ ১০০০০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে।

উল্লেখ্য, ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত হত্যাকাণ্ড ঘটে। ১ সেপ্টেম্বর বিকেলে ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক এ দু ভাগে বিভক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জন।

মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মো. মুসা এখনো পলাতক রয়েছেন। এছাড়া নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি ও অপ্রাপ্তবয়স্ক আসামি প্রিন্স মোল্লা উচ্চ আদালতের আদেশে এবং বরগুনার শিশু আদালতের আদেশে মারুফ মল্লিক এবং আরিয়ান হোসেন শ্রাবণ জামিনে রয়েছেন। বাকি আসামিরা কারাগারে।

Bootstrap Image Preview