যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরার পথে একটি বিমান থেকে নিক্ষেপ করা জেট ফুয়েলে অসুস্থ হয়ে পড়েছেন ৬০ ব্যক্তি।
মঙ্গলবার দুপুরের পর এ দুর্ঘটনা ঘটে।
লস অ্যাঞ্জেলস কাউন্টির ফায়ার ডিপার্টমেন্টের পরিদর্শক সিন ফার্গুসন সিএনএনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতির স্বীকার হয়েছে ক্যালিফোর্নিয়ার পার্ক এভিনিউ এলিমেনন্টারি স্কুল। সেখানে ২০ জন শিশু ও ১১ পূর্ণবয়স্ক ব্যক্তি আহত হয়েছেন। বিমানবন্দর থেকে স্কুলটির দূরত্ব প্রায় ১৯ মাইল।