Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এবার ফার্মগেটের ফুটপাতের হোটেলে খাবার খেলেন আতিকুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২০, ০৭:৪৬ PM
আপডেট: ১৫ জানুয়ারী ২০২০, ০৭:৪৬ PM

bdmorning Image Preview


নির্বাচনী প্রচারণা চালাতে টং দোকানে গিয়ে চা বানিয়ে নেতাকর্মীদের খাইয়ে আলোচনায় আসেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। এবার নেতাকর্মী নিয়ে ফুটপাতের একটি হোটেলে খাবার খেলেন তিনি।

বুধবার রাজধানীর ফার্মগেট এলাকা থেকে ষষ্ঠ দিনের নির্বাচনী প্রচারণা শুরু করে এক পর্যায়ে একটি সাধারণ মানের হোটেলে প্রবেশ করেন তিনি। সেসময় ওই হোটেলে দুপুরের খাবার খাচ্ছিলেন অনেকে। হঠাৎ করে আতিকুল ইসলাম ঢুকে পড়ায় তারাও অবাক হয়ে যান।

পরে আতিকুল হোটেলের সাবান দিয়ে হাত ধুয়ে অন্যািন্যণদের সঙ্গে এক টেবিলে দুপুরের খাবার খান। এসময় নির্বাচনী প্রচারণা চালাতে তার সঙ্গে থাকা লোকজনও সেখানে দুপুরের খাবার খান। এ ঘটনায় ওই হোটেলের আশপাশ এলাকায় ভিড় জমে যায়।

এর আগে সোমবার বিকালে রাজধানীর রামপুরার আফতাব নগরে ভোটের প্রচারণা চালাতে গিয়ে হঠাৎ একটি টং দোকানে ঢুকে চা বানাতে বসেন তিনি। পরে তার হাতে বানানো চা তুলে দেন নেতাকর্মীদের হাতে। এ সময় দোকানের সামনে কৌতুহলী জনতার ভিড় লেগে যায়। কেউ কেউ মোবাইলে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।

Bootstrap Image Preview