Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাত সাগর তেরো নদী পাড়ি দিয়ে আসছে বঙ্গবন্ধু  বিপিএলের ট্রফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২০, ০৭:৫৩ PM
আপডেট: ১৫ জানুয়ারী ২০২০, ০৭:৫৩ PM

bdmorning Image Preview


দেখতে দেখতে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ প্রায় শেষ পর্যায়ে। আজকের ম্যাচ বাদ দিলে আর একটি ম্যাচ রয়েছে। এই ম্যাচ পরেই পর্দা নামবে বিপিএলের সপ্তম আসরের। 

বিপিএলে শুরু হয়েছে প্রায় এক মাস হয়ে গিয়েছে কিন্তু এখনো সেই কাঙ্ক্ষিত ট্রফি দেখা গেল না। উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করে এখনো কোন ম্যাচে ট্রফি দেখা গেল না।

কিন্তু কেন? আসলে বিপিএলের ট্রফি এখনো দেশের বাহিরে রয়েছে আগামীকাল ইংল্যান্ড থেকে এই ট্রফি বাংলাদেশে আসবে। 

ট্রফি প্রসঙ্গে  বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল জানিয়েছেন,  ‘বিপিএলের ট্রফিটা বিদেশ থেকে আসছে। লন্ডন থেকে আনা হচ্ছে। ফাইনালের আগের দিন (আগামীকাল) আসবে। এরপর ফাইনালের দিন দেখা যাবে।’

বিপিএলের প্রথমবারের মত ফাইনালে উঠেছে খুলনা টাইগার্স। এখন রাজশাহী রয়্যালস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যে যে কোন একটি দল যাবে ফাইনালে। আগামী ১৭ তারিখ বিপিএলের ফাইনাল ম্যাচ হবে। 

Bootstrap Image Preview