নিজের ক্ষমতা ‘দীর্ঘ মেয়াদে’ পাকা করতে রাশিয়ার প্রধানমন্ত্রীসহ গোটা সরকারকে পদত্যাগ করিয়েছেন ভ্লাদিমির পুতিন।
বিবিসি জানিয়েছে, প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের সঙ্গে দেখা করে পদত্যাগের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।
তিনি মূলত সংবিধান পরিবর্তন করে নিজের হাতে পূর্ণ ক্ষমতা নেওয়ার পরিকল্পনা করছেন।
বিবিসি, সিএনএন, এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন এটি করতে পারলে দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকতে পারবেন।